কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, চালক আহত

‘খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।’

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, চালক আহত
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, চালক আহত |নয়া দিগন্ত

কুলাউড়ার ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের হিঙ্গাজিয়া লংলা সাইনবোর্ড এলাকায় এক সড়ক দুর্ঘটনায় শমসেরনগর রেলষ্টেশন সংলগ্ন কুমিল্লা হোটেলের স্বতাধীকারি ও ঈগল নার্সারির মালিক আশিক মিয়া (৫২) নিহত হয়েছেন।

রোববার (২০ জুলাই) দুপরে নিজ মালিকানাধীন টাটা পিকআপ গাড়িতে চড়ে তিনি ও তার ড্রাইভার কুলাউড়ার উদ্দেশে রওয়ানা দেয়ার পর ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কের হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ নিয়ন্ত্রণ হারানো গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত উভয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে গাড়ির মালিক ব্যবসায়ী আশিক মিয়ার মৃত্যু ঘটে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।