বাঁশখালী সমুদ্র উপকূল থেকে যুবকের লাশ উদ্ধার

শুক্রবার দুপুরে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল ঝাউ বাগান এলাকায় সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
নয়া দিগন্ত

চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র উপকূল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল ঝাউ বাগান এলাকায় সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জোয়ারের সময় ভেসে আসা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।