বরিশালে স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ

প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: সোহরাব হোসেন ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: আহসান হাবিব বক্তৃতা করেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালে স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ
বরিশালে স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ |নয়া দিগন্ত

পৌর নির্বাহী কর্মকর্তা ও কর নির্ধারক/কর নিরূপণকারীদের জন্য দুই দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এ কোর্সের সমাপ্ত হয়।

এর আগে সোমবার (১৬ জুন) জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউটের আয়োজনে ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন।

প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: সোহরাব হোসেন ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: আহসান হাবিব বক্তৃতা করেন।

এসময় প্রশিক্ষণার্থী হিসেবে বরিশাল বিভাগের ২৬টি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও কর নির্ধারকরা উপস্থিত ছিলেন।