রামগঞ্জে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Ramganj
রামগঞ্জ থানা
রামগঞ্জ থানা |সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে চারতলা ভবনের উপর থেকে পড়ে জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার আঙ্গারপাড়া গ্রামের পশ্চিম বাজার এলাকায় চারতলা ভবনের সিঁড়ির মাঝের ফাঁকা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় জান্নাত।

জানা গেছে, জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। পরিবারসহ তারা পশ্চিম বাজার এলাকার সেলিম পোল্ট্রি ফিডের মালিকানাধীন আকবর হোসেন সেলিমের চারতলা ভবনের উপরের তলায় ভাড়া থাকেন।

সিসিটিভি ফুটেজের সূত্রে বাড়ির অন্যরা জানায়, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। একপর্যায়ে সিঁড়ির রেলিং দিয়ে উপরে উঠে নিচের দিকে তাকিয়ে চারতলা ভবনের নিচে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর বারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে বোঝা গেছে, শিশুটি অসাবধানতাবশত খেলতে গিয়ে চারতলা ভবনের উপর থেকে নিচে পড়ে যায়। তবে এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেনি।