রাঙ্গামাটির লংগদুতে দেশের বর্তমান পরিস্থিতি এবং পার্বত্য অঞ্চলের সার্বিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে লংগদু জোনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে লংগদু জোনের চিত্তবিনোদন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় সভাপতিত্ব করেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি।
সভায় জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ, সহকারী পুলিশ সুপার মাহমুদুল রহমান (বাঘাইছড়ি সার্কেল), লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব। এ সময় সামরিক কর্মকর্তারা স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক আস্থা, সহমর্মিতা ও সমন্বয়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।