৩ ঘণ্টা পর সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ত্রুটি মেরামত শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ত্রুটি মেরামত শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস খোয়াই সেতুর ওপর পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করলে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে আটকা পড়ে। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।