মাত্র ৬ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ হাসান।
সোমবার সকাল ১০টায় প্রাতিষ্ঠানিকভাবে তাকে হাফেজ স্বীকৃতি দেয়া হয়। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাফেজ মুহাম্মদ হাসানের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। তার বাবার নাম শওকত হাওলাদার।
মুহাম্মদ হাসানের এই কৃতিত্বে তার মা-বাবাসহ শিক্ষকরাও অভিভূত। হাসানের এই কৃতিত্ব শিশু-কিশোরদের অনুপ্রাণীত করবে বলে মনে করছেন তারা।
হাসান ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে। তার বড় দুই বোন। সে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বড়ইতলা গ্রামে প্রতিষ্ঠিত তাহসিনুল কোরআন কওমি মাদরাসার শিক্ষার্থী।
মাদরাসার প্রধান হাফেজ আবদুস সাত্তার বলেন, হাসান অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী। তার অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার কারণে অকল্পনীয় সময়ের মধ্যে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি মহান আল্লাহর রহমতের দান।
হাসানের বাবা শওকত হাওলাদার বলেন, ছোটবেলা থেকেই আমার ছেলেকে নামাজ ও কোরআনের পথে রাখার চেষ্টা করেছি। আজ আল্লাহর রহমতে সে পুরো কোরআন মুখস্থ করে আমাদের মুখকে উজ্জ্বল করেছে। হাসানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।



