পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে নিহত এক

রোববার (১৫ জুন) দুপুরের দিকে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Debiganj
জমি নিয়ে বিরোধে নিহত এক
জমি নিয়ে বিরোধে নিহত এক |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে রাস্তা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে বাদশা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

সোমবার (১৬ জুন) রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার (১৫ জুন) দুপুরের দিকে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অসুস্থ কয়েকজনকে দেবীগঞ্জ হাসপাতালে নিলে দেবীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রংপুর হাসপাতালে পাঠান। অসুস্থ, সেফালী, সুলতান,লিপী, সোমছের রংপুর হাসপাতালে ভর্তি আছেন এবং দেবীগঞ্জ হাসপাতালে সাইজুদ্দিন দেবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা গেছে।

জানা গেছে, নিহত বাদশা ও রুহুল আমিনের সাথে রাস্তা নিয়ে বিরোধ ছিল। ডাকুয়া পাড়া রাস্তা নিয়ে বিতর্কের একপর্যায়ে দু’পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রুহুল আমিন, রুবিন, হাফিজের স্ত্রীসহ বাদশা মিয়ার লোকজনের উপর আক্রমণ করলে বাদশা মিয়া গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রংপুর নেয়ার পথে নির্দেশ দেন। রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে বাদশা মারা যান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর আইনিব্যবস্থা নেয়া হবে।