পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে দুই হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। নিষেধাজ্ঞার মধ্যে গোপনে বনে ঢুকে তারা ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিলেন।
বুধবার (২৭ আগস্ট) সকালে বনবিভাগের স্মার্ট প্যাট্রলিং টিমের সদস্যরা পায়ে হেঁটে (ফুট প্যাট্রলিং) টহলকালে ওই শিকারিদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিবএফ) রানা দেব জানান, আটক স্মার্ট প্যাট্রলিং দলের সদস্যরা ডিমের চরে টহল দিচ্ছিলেন। এ সময় বনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা দুই ব্যক্তি বনরক্ষীদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে তল্লাশি করে বনে পেতে রাখা নাইলনের দড়ির তৈরি ৬০ ফুট মালা ফাঁদ উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।