বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘বিএনপি’র কোনো নেতা বা কর্মী পতিত আওয়ামী লীগের মতো চাঁদাবাজের ভূমিকায় দেখা গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে মির্জাপুর সদয় কৃষ্ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএপি’র সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ এবং এস এম মহসীনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা সিনিয়র সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি শওকত আলী, আলী আজম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, সাবেক ভিপি ও যুক্তরাজ্য বিএনপি নেতা আজম মৃধা, তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, ফরহাদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ‘৭ মার্চের ভাষণে বাংলাদেশ স্বাধীন হয় নাই। ২৬ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে’।
এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।