পাংশায় বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

নিহত আনোয়ারা বেগম হাবাসপু‌রের কাচারীপাড়ার নাজিম উদ্দির স্ত্রী ও তা‌মিম একই গ্রা‌মের মরহুম আরিফ মোল্লার ছে‌লে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু
বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজবাড়ী পাংশার হাবাসপু‌রে বজ্রপা‌তে আনোয়ারা বেগম (৪০) ও তা‌মিম (১৪) না‌মে দু’জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২ আগস্ট) সন্ধ্যায় হাবাসপু‌রের কাচারীপাড়ার বি‌লে এ ঘটনা ঘ‌টে।

নিহত আনোয়ারা বেগম হাবাসপু‌রের কাচারীপাড়ার নাজিম উদ্দির স্ত্রী ও তা‌মিম একই গ্রা‌মের মরহুম আরিফ মোল্লার ছে‌লে।

জানা‌ গে‌ছে, শ‌নিবার বিকেলে হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বিলের মাঠে বজ্রপাত হয়। এ সময় জাগ দেয়া পাট ধোয়ার কা‌জে থাকা আনোয়ারা বেগম ও তা‌মিম না‌মে এক কিশোর বজ্রাহত হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌দের দু’জন‌কেই মৃত ঘোষণা ক‌রেন।

পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবা‌র প‌রিকল্পনা কর্মকর্তা ডা: ইবাদত হো‌সেন এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘মৃত অবস্থায় তা‌দের‌কে হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল।’