শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার সভায় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউর করিমের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ শহর জামায়াত।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকারে সিরাজগঞ্জ জেলা জামায়াতের দরগা রোডস্থ কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, শিবির নেতা শামীম রেজা প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিলটি মুজিব সড়ক দিয়ে চৌরাস্তা হয়ে এস এস রোড অতিক্রম করে বাজার স্টেশন হয়ে দরগা রোড মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে শহীদ মাওলানা রেজাউল করিমের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।



