মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক পিআইবির প্রশিক্ষণ কর্মশালা

মাগুরা ও রাজবাড়ী জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা মাগুরায় শুরু হয়েছে।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক পিআইবির প্রশিক্ষণ কর্মশালা
মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক পিআইবির প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

মাগুরা ও রাজবাড়ী জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা মাগুরায় শুরু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে অংশ গ্রহণকারী সাংবাদিকদের নাম রেজিষ্ট্রেশনের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম দিনের কর্মশালা।

প্রথম দিনের কর্মসূচিতে সকাল ৯টায় নিবন্ধন ও পরিচয় পর্বের পর মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান প্রশিক্ষণ কার্যক্রমের শুভসূচনা করেন।

পরে ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: সরকার, প্রশাসন ও সাংবাদিকতা’ বিষয়ক আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন, জনগণের ভোটাধিকার, নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন প্রশিক্ষক হিসাবে শারমীন রিনভী নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সাবেক সভাপতি ইআরএফ।

দুই দিনের এ প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা, বিশেষত নির্বাচন কাভারেজে নির্ভুলতা, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পিআইর প্রশিক্ষক শাহ আলম সৈকত, তথ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সজীব, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন।

দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণে মাগুরা ও রাজবাড়ী জেলার ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।