জুলাই সনদভিত্তিক নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মতবিনিময়

সভায় বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তি প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশ আবারও ষড়যন্ত্রের কবলে পড়বে। মানুষের আশা-আঙ্খাকার প্রতিফলন ঘটাতে না পারলে বাংলাদেশের রাজনীতি বিপর্যস্ত হবে

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
নীলফামারীতে জামায়াতের মতবিনিময় সভায় অতিথিরা
নীলফামারীতে জামায়াতের মতবিনিময় সভায় অতিথিরা |নয়া দিগন্ত

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে বিশিষ্টজনদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতবিনিময় সভা করেছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু ও প্রভাষক আব্দুল কাদিম, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন, নীলফামারী চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ চৌধুরী, জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন মিন্টু, অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহাব খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তি প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশ আবারও ষড়যন্ত্রের কবলে পড়বে। মানুষের আশা-আঙ্খাকার প্রতিফলন ঘটাতে না পারলে বাংলাদেশের রাজনীতি বিপর্যস্ত হবে। সুতরাং যে উদ্দেশ্যকে সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছে, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার এটাকে গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে।

পিআর পদ্ধতি সর্ম্পকে বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে। কোনো ভোট নষ্ট হবে না। নির্বাচনে হানাহানি, কালো টাকার ও পেশিশক্তির প্রভাব থাকবে না। দক্ষ ও অভিজ্ঞ রাজনৈতিক লোক সংসদে আসার সুযোগ পাবে। এই পিআর পদ্ধতির দাবিতে জামায়াতে ইসলামীসহ ২৬টি দল আন্দোলন করছে।