চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমির আহমদ উল্লা মিয়ার ইন্তেকাল

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ৪টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
এ এইচ আহমদ উল্লা মিয়া
এ এইচ আহমদ উল্লা মিয়া |নয়া দিগন্ত

চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমির এ এইচ আহমদ উল্লা মিয়া ঢাকা ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ৪টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে তার প্রথম জানাজার নামাজ চাঁদপুর আল আমিন অ্যাকাডেমির প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার নামাজের আগে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শহীদ ফারুকী, চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী।

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শফিকুর রহমান, আল আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাওলানা নুরুর রহমান মাদানী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবদিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, মো: জাহাঙ্গীর আলম প্রধান, মো: হারুন আর রশিদ ওসমানী, মরহুম আহমদ উল্লাহ’র ছেলে আবুল হাসিব, ভাগিনা অধ্যাপক আরিফুলাহ, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মহরম আলী, জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রমুখ।

তাকে ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ আল গাজ্জালী এতিখানার সামনে বিকেল ৪টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শোক প্রকাশ

জেলা জামায়াতের সাবেক আমির এ এইচ আহমদ উল্লা মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আল আমিন সোসাইটি ও আল আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মোবারক হোসাইন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মো: মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, মো: জাহাঙ্গীর আলম প্রধান, মো: হারুন আর রশিদ ওসমানীসহ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি মো: ইব্রাহিম খলিল ও শহর সভাপতি মো: মহররম আলী।