জুলাই জাতীয় সনদের ভিত্তিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে রংপুরে গণমিছিল করেছে জামায়াত।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জেলা ও মহানগর জামায়াতের আয়োজনে নগরীর টাউন হলের সামন থেকে গণমিছিলটি বের হয়। সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, প্রেসক্লাব, জীবন বীমা মোড়, গ্রান্ড হোটেল মোড়, হয়ে শাপলা চত্বরে গিয়ে গণমিছিলটি শেষ হয়। মিছিলে দাড়িপাল্লা প্রতিকসহ বিভিন্ন স্লোগানের প্লাকার্ড বহন করে নেতাকর্মীরা।
শাপলার সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আমির এ টি এম আজম খান, জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ফ্রেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। বিচার সংস্কার দৃশ্যমান করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে মহাসংকটে পড়বে দেশ।