জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
শনিবার (১৬ আগস্ট) রাতে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গ্রাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘যে রাজনীতি একজন তরুণকে অন্ধ করে দিতে পারে, একজন যুবকের বুক ঝাঁজড়া করে দিতে পারে, সে রাজনীতি বাংলাদেশের মানুষ আর চাইবে না। দীর্ঘ ১৫ বছরের যে লড়াই সংগ্রাম ছিল, সেটি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে লড়াই করি না। আমরা লড়াই করেছি খুনি, ফ্যাসিবাদ, স্বৈরশাসক, লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ ও বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে।’
বাংলাদেশে গণতন্ত্রের জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বিশাল ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের শত শত ভাই শহীদ, আহত ও পঙ্গু হয়েছে। এই প্রথম গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে সরকার পতন হয়েছে। এটা ছিল অন্যান্য দেশের স্বৈরশাসকের পতনের চেয়ে ব্যতিক্রম। আমরা আশা করেছিলাম, দেশের একটি মৌলিক পরিবর্তন। যেখানে দখলবাজ মানুষ থাকবে না। সব মানুষের জন্য সংস্কার হবে, গণহত্যার বিচার হবে। এমন সংস্কার হবে যেন আর কোন স্বৈরাচারের জন্মগ্রহণ হতে না পারে। মনে রাখতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।’
অন্তবর্তী সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘শুধু নির্বাচনের জন্য অন্তবর্তী সরকার গঠন হয়নি। দেশের মৌলিক সংস্কার করুন। যেনতেন নির্বাচন করে ছাত্রজনতার রক্তের সাথে বেইমানী করবেন না।’
গুণবতী ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল হাইয়ের সভাপতিত্বে এই সমাবেশের বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি শাহাব উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ শুরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী, ঢাকা মতিঝিল থানা ব্যবসায়ী বিভাগের সভাপতি আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, গুনবতী ইউনিয়ন আমীর মো: ইউসুফ মেম্বার, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ডা: মঞ্জুর আহমেদ সাকি, গুনবতী ইউনিয়ন সাবেক আমীর আলহাজ্ব আবু ইউসুফ, জগন্নাথদীঘি ইউনিয়ন আমীর শাহাব উদ্দিন।
সমাবেশের উদ্বোধন করেন ছাত্রশিবিরের শহীদ শাহাবুদ্দিনের পিতা আবদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, বাংলাদেশ মসজিদ মিশন চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, গুনবতী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হামিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।