গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে গেইটে লোকজন না থাকার সুযোগে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দ হওয়ায় বাহিরে এসে আগুন দেখতে পাই। পরে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণ আনি।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম জানান, গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের ইনচার্জ ইফতেখার রায়হান জানান, ঘটনার বিষয়ে আমাদেরকে কেউ অবগত করেননি। তারপরও খোঁজ নিয়ে দেখছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য কাজ চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



