সিলেটের স্কলার্সহোম কলেজের (শাহী ঈদগাহ ক্যাম্পাস) এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজমান আহমদ দানিয়ালের আত্মহত্যার ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইটি) আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের এই কমিটিতে সচিব হিসেবে সিলেট জেলা শিক্ষা অফিসার ও সদস্য হিসেবে অতিরিক্ত ডেপুটি কমিশনার পদ মর্যাদার একজন কর্মকর্তা রয়েছেন।
উল্লেখ্য, স্কলার্সহোম শিক্ষার্থী আজমান আহমদ দানিয়াল গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সিলেট শহরের সুবিদবাজার নুরানি আবাসিক এলাকায় নিজ বাসার কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
অভিযোগ রয়েছে, আগামী উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আজমান ও তার বাবা-মাকে ডেকে নিয়ে অপমান করে কলেজ কর্তৃপক্ষ। এমনকি আজমানের বাবার অনুরোধ উপেক্ষা করে তাকে ছাড়পত্র দেয়া হয়। এই অপমান সহ্য করতে না পেরে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনায় গত রোববার (২১ সেপ্টেম্বর) আজমানের সহপাঠী ও কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে দোষী শিক্ষকদের অপসারণের দাবি জানায়। তাদের দাবির মুখে ঘটনার সাথে জড়িত কলেজের ভাইস প্রিন্সিপালসহ তিনজনকে সোমবার অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।