কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের নেতৃত্বে সোহরাব-ফারুক

মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
নয়া দিগন্ত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: খালেদ হোসেন খান বলেন, ‘এ কমিটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব নিবেন এবং দায়িত্বে থাকবে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’