বরগুনায় শতভাগ স্বচ্ছতা প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ নিশ্চিত করতে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বরগুনা জেলা পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বরগুনা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সুপার ইব্রাহীম খলিল এ লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।
এ সময় পুলিশ সুপার মো: ইব্রাহীম খলিল বলেন, ‘১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত কনস্টেবল বাছাই ১৮ এপ্রিল পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত দিনে পুলিশের নিয়োগে মানুষের মধ্যে ধারণা ছিল ঘুষ ছাড়া পুলিশের চাকরি হয় না। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় গোপনে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্রের সদস্যরা। প্রতারক চক্র পুলিশের চাকরি পাইয়ে দিতে শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রার্থী ও পরিবারের সদস্যদের থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।’
তিনি আরো বলেন, ‘গত বছর বরগুনায় পুলিশ নিয়োগ পরীক্ষায় চাকরির শতভাগ নিশ্চয়তা দিয়ে বেতাগী উপজেলার বাসিন্দা ইব্রাহিম নামে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। এ বছর যাতে নতুন করে আর কোনো প্রতারক চক্রের প্রলোভনের ফাঁদে কেউ না জড়ায় সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে বরগুনা জেলা পুলিশ। এ কারণেই বরগুনার বিভিন্ন এলাকায় প্রচার মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক বার্তা পোস্টের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়েছে। আমি বরগুনায় যতদিন চাকরি করব ততদিন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকব।’