মৌলভীবাজারেরব বড়লেখায় কোরবানির গোশত নিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে দ্রুতগামী প্রাইভেটকারের সাথে সংঘর্ষে সাহেদ হোসেন সুমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রুমন আহমদ (২২) নামে আরো এক ভাই নিহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সন্ধ্যার দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই উপজেলার পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। সৌদি প্রবাসী বড় ছেলে সুমন দেশে এসে কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কোরবানির গরুর গোশত শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগের দিকে যান সুমন। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই সাহেদ মারা যান এবং রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে রুমনও মারা যান।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে ১১টার দিকে বলেন, প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বড় ভাই সুমন ঘটনাস্থলে মারা যান। তার লাশ থানায় আনা হয়েছে। আহত রুমনকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার তিনিও সেখানে মারা যান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, এই ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেছেন। গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।