বগুড়ায় পেট্রোলপাম্পের চুরি করা তেল বিক্রির টাকা ভাগবাটোয়াকে কেন্দ্র করে ক্যাশিয়ার ইকবাল হোসেনকে (২৫) ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হত্যার পর একমাত্র ঘাতক নিহতের সহকর্মী সেলসম্যান রাকিবুল ইসলাম ওরফে রতন মিয়াকে (২৬) রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে আটক করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আটকের পর সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ডিবি পুলিশ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান আলী।
এ ব্যাপারে ডিবির ইনচার্জ (পরিদর্শক) ইকবাল বাহার জানান, ‘শনিবার দিবাগত রাত ৩টার দিকে পেট্রোল পাম্পের অফিসে হত্যার ঘটনার পরপরই ঘাতক রতন বগুড়া থেকে পালিয়ে যান গাজীপুর। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক রাজু কামালের নেতৃত্বে একটি টিম রোববার দিবাগত রাত ৯টায় কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে রতনকে আটক করে।
তিনি আরো জানান, রতন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর মধ্যপাড়ার চান মিয়ার ছেলে। আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন, একটি ধারালো রক্তমাখা চাকু, স্লাই রেঞ্জ ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া পেট্রোল পাম্পের দুটি সিসি ক্যামরা জব্দ করা হয়েছে।
পুলিশ তাকে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।
এ ঘটনায় নিহত ইকবালের বোন সাদিয়া খাতুন সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।