বরিশালে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

মঙ্গলবার নগরীর বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান মেলার উদ্বোধন করেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু
নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু |নয়া দিগন্ত

বরিশালে উৎসবমুখর পরিবেশে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ মেলার আয়োজন করে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নগরীর বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান মেলার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘বই হলো মানুষের সেরা বন্ধু। বই কখনো প্রতারণা করে না। সন্তানকে একটি ভালো বই কিনে দেয়া মানে তাকে একটি ভালো বন্ধু উপহার দেয়া। ভালো বই হতে পারে জীবনের পথপ্রদর্শক।’

তিনি বলেন, ‘বই পড়ার মাধ্যমে আমরা নতুন তথ্য, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করি। বই মানুষের মানসিক বিকাশ ঘটায় এবং কল্পনাশক্তি বাড়াতে সহায়তা করে।’

এ সময় তিনি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার প্রতি উৎসাহ দেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, স্থানীয় সরকারের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: সোহরাব হোসেন, জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা: খালিদ হোসেন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবিব। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক স্টল অংশ নেয়। বইমেলাকে আরো প্রাণবন্ত করতে বরিশাল বিভাগের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মেলা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। কর্মদিবসে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ও সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।