যশোরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

যশোরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এম আইউব, যশোর অফিস

Location :

Jessore Sadar
যশোরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল
যশোরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল |নয়া দিগন্ত

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে দু’পর্বে এ সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনের প্রথম পর্বে বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও দ্বিতীয় পর্বে মাগরিবের পরে শহর শাখার বিভিন্ন ইউনিটের সভাপতিরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে বক্তব্য দেন জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই। এসব ষড়যন্ত্র মোকাবেলায় ইউনিট সভাপতিদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’