পাকুন্দিয়া বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দীর্ঘ চার মাস পর তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে দলীয় পদে পুনর্বহাল করা হয়েছে তাকে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলের সকল কার্যক্রমে অংশ নিতে তার আর কোনো বাধা রইল না।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
মোহাম্মদ মাহফুজুর রহমান
মোহাম্মদ মাহফুজুর রহমান |ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এর আগে গত ৯ আগস্ট দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতির পদ থেকে মোহাম্মদ মাহফুজুর রহমানকে অব্যহতি প্রদান করা হয়।

দীর্ঘ চার মাস পর তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে দলীয় পদে পুনর্বহাল করা হয়েছে তাকে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলের সকল কার্যক্রমে অংশ নিতে তার আর কোনো বাধা রইল না।

এ বিষয়ে সদ্য পদ ফিরে পাওয়া বিএনপি নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, একটি পক্ষ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করিয়েছিল। দল আমার আবেদন পুনর্বিবেচনা করে পদে পুনর্বহাল করেছে। আমি জেলা ও উপজেলা বিএনিপির সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের যে কোনো কর্মকাণ্ডে অতিতের মতোই নিজেকে বিলিয়ে দেব।