হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আবারো ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন।
সোমবার (৭ জুলাই) বিকেল থেকে বলবৎ থাকা ১৪৪ ধারা বুধবার (৯ জুলাই) রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে নবীগঞ্জ বাজার ও পার্শ্ববর্তী এলাকায় পাঁচজন বা এর বেশি মানুষের জমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা বা যেকোনো দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার আনমনু, পূর্ব তিমিরপুর, চরগাঁও ও পশ্চিম তিমিরপুর গ্রামে কয়েক দিন ধরে চলমান উত্তেজনা, বিশৃঙ্খলা এবং দাঙ্গা-হাঙ্গামার কারণে জননিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এতে জনসাধারণের স্বাভাবিক চলাচল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যমান পরিস্থিতি আইন-শৃঙ্খলা রক্ষায় বিঘ্ন সৃষ্টি করছে এবং যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষায় ১৪৪ ধারা আরো এক দিনের জন্য বাড়ানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।