বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও পাটগ্রাম-হাতীবান্ধা আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেছেন, ‘স্বাধীন দেশে বসবাস করে আমার দেশের মানুষ দহগ্রাম ভূখণ্ড থেকে গবাদিপশু মূল ভূখণ্ডে নিতে পারে না। এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। করিডোর দিয়ে এখানে কোনো বাস-ট্রাক মালামাল নিয়ে ঢুকতে বা বের হতে পারে না। দহগ্রামের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর কিন্তু তারা নির্বিঘ্নে করিডোর গেট দিয়ে উৎপাদিত ফসল নিয়ে যেতে না পারায় এখানকার কৃষকরা নিরুৎসাহিত হয়ে পড়ছে। ফলে এখানে বেকারত্ব বেড়ে যাচ্ছে।’
তিনি শুক্রবার (২২ আগস্ট) দহগ্রামের গুচ্ছগ্রাম বাজারে জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি কারো নাম উল্লেখ না করে অভিযোগ করে বলেন, ‘২০০২ সালে এখানে বাস-ট্রাক সবকিছু চলাচল করতো কিন্তু এরপর কোনো অদৃশ্য কারণে এটা বন্ধ করে দেয়া হয়েছে। গত ৫ আগস্টের পর এটা আরো বেশি কার্যকর করা হয়েছে।’
তিনি দহগ্রামের মানুষের মুখের দিকে চেয়ে ভারতের সাথে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তিস্তার বাঁধসহ দহগ্রামের মানুষের সমস্যার সমাধান করতে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
দহগ্রাম আঙ্গরপোতার একমাত্র যাতায়াত পথ তিনবিঘা করিডোর দিয়ে অবাধে বাস-ট্রাক য়াতায়াত গবাদিপশু স্বাধীনভাবে পারাপার, তিস্তার ক্ষয়ক্ষতি থেকে দহগ্রাম আঙ্গরপোতাকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ এবং দহগ্রামে পূর্ব-প্রস্তাবিত দু’টি বিজিবি ক্যাম্প দ্রুত নির্মাণসহ তিনবিঘা করিডোর, দহগ্রাম আঙ্গরপোতাকে ভারত কর্তৃক বিভিন্ন ষড়যন্ত্র ও আগ্রাসনের প্রতিবাদে জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার দহগ্রাম ইউনিট কর্তৃক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের দহগ্রাম ইউনিট শাখার সভাপতি সাহাবুদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের সাবেক জেলা আমির অধ্যাপক আতাউর রহমান, সাবেক উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা আমির হাফেজ সোয়াইব আহমেদ, উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর আমির সোহেল রানা, বুড়িমারী ইউনিট শাখার আমির মোজাম্মেল হক, দহগ্রাম ইউনিট শাখার সিনিয়র সহ-সভাপতি মিজানুর কবির মঞ্জু, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, দহগ্রাম সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক রেজানুর রহমান রেজা, দহগ্রাম ইউনিট শাখার সেক্রেটারি এইচ এম মোস্তফা কামাল প্রমুখ।
শেষে প্রধান অতিথির কাছে দহগ্রাম আঙ্গরপোতা ও তিনবিঘা করিডোরের সমস্যা সম্পর্কে ১১ দফা দাবি সম্বলিত প্রধান উপদেষ্টা বরাবর এলাকাবাসীর পক্ষে একটি স্মারকলিপি তুলে দেন জামায়াত নেতা এ কে এম সাহাবুদ্দিন মাস্টার।