কটিয়াদীতে প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

সোমবার (৩১ মার্চ) দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটে উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে। অভিযুক্ত হাকিম...

কটিয়াদি (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রতিবন্ধী চা দোকানীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (৩১ মার্চ) দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটে উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে। অভিযুক্ত হাকিম (২৫) চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছোট ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। প্রতিবন্ধী স্বামী পার্শ্ববর্তী বোয়ালিয়া বাজারে চা দোকানদার। বাজার কমিটির অনুরোধে পর্যায়ক্রমে বাজার পাহারায় ঘটনার রাতে ব্যস্ত ছিলেন স্বামী। রাত ১টার পরে টিনের জানালা খোলে ঘরে প্রবেশ করে অভিযুক্ত হাকিম। এসময় মুখোশ পরা অবস্থায় ছিলেন তিনি। হাকিম ঘরে ঢোকার পর সজাগ পেলে ওই নারীর গলায় চুরি ধরে বিছানায় ফেলে জোর করে ধর্ষণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাকিম নিয়মিত মাদকসেবন থেকে শুরু করে চুরি-ডাকাতির সাথেও জড়িত। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য তিনি। পার্শ্ববর্তী বোয়ালিয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইভটিজিংয়ের মতো ঘটনায়ও তিনি জড়িত। বিভিন্ন অপরাধের সাথে জড়িত হলেও তার ও কিশোর গ্যাংয়ের ভয়ে মুখ খুলতে পারেনি ভুক্তভোগীরা।

কটিয়াদী থানার ওসি (তদন্ত) হাবিবুল হক বলেন, ‘আজ ভিকটিম নিজেই হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’