আড়াইহাজারে ডাকাতি, পুলিশের ওপর ককটেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওয়ার লুম ব্যবসায়ী আব্দুর রবের বাড়িতে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত ঢুকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে। পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজার থানা
আড়াইহাজার থানা |ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওয়ার লুম ব্যবসায়ী আব্দুর রবের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় ডাকাতদল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আব্দুর রব জানান, রাতে তার বাড়িতে ১৫ থেকে ২০ জনের মুখোশধারী ডাকাতদল কেচি গেট ভেঙ্গে ভেতরে ঢুকে বাড়ির সবাইকে বন্দী করে ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সময় পুলিশও ডাকাতদের ধরতে ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক আব্দুল আহত হয়েছেন। আব্দুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আব্দুর রব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন জানান, ডাকাতদের ধরার চেষ্টা করলেও তারা ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশ গুলি চালালেও ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।