বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেছেন, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে দিনের ভোট রাতে করার কালচার চালু হয়েছে। ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশে অবিচারের বীজ রোপন করা হয়েছে, বাংলাদেশে খুনের রাজনীতি চালু হয়েছে, এই রায় এসেছিল বলে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো- মানুষের এই অধিকারটাকে চিরতরে নির্বাসনে পাঠানোর একটা অপচেষ্টা করা হয়েছিল।
সোমবার (৩০ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি মো: আসাদুজ্জামান।
তিনি বলেন, যে বাংলাদেশকে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া নারীর অধিকার, শিশুর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন। এরপর ধীরে ধীরে বাংলাদেশ গণতন্ত্রের পথে হেঁটেছিল। যে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে স্থায়ী রূপ দেয়ার জন্য স্বপ্ন বুনেছিলেন, সেই স্বপ্ন বাংলাদেশের জুডিশিয়ারি করাপশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সেই হত্যার মহা ভীলেন ছিলেন চিফ জাস্টিজ এবিএম খায়রুল হক।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য (বিশেষ পিপি) অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো: খাদেম উল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এনায়েত কবির সরকার, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শান্তি পদ ঘোষসহ সিনিয়র আইনজীবীরা।
এর আগে দুপুর ২টার দিকে শহরের আদালত সড়কের পাশে জেলা আইনজীবী সমিতির ২নং বার হলের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে অংশ নেন বিশেষ মোনাজাতে। এরপর জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।