বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শনিবার ভোর ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
নয়া দিগন্ত

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের পেছনে পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাথরবোঝাই ট্রাকচালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) ও একই এলাকার হেলপার ইমরান (৩০)।

হাইওয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বগুড়া সদরে বাসের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে চারমাথা গোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৫৫) জেলার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা ও সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আনোয়ার হোসেন চারমাথা এলাকার আলিবাবা হোটেলের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে স্থানীয় লোকজন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।