ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় আ’ লীগ নেতা গ্রেফতার

বুধবার (১৬ ‍জুলাই) রাত সাড়ে ১০টায় হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কবির বক্স
কবির বক্স |নয়া দিগন্ত

কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় কবির বক্স নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ ‍জুলাই) রাত সাড়ে ১০টায় হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কবির বক্স উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হাজীপুর ইউনিয়ন পরিষদের (পলাতক) চেয়ারম্যান ওয়াদুদ বক্সের চাচাতো ভাই বলে জানা গেছে। এছাড়া তিনি হাজীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হস্তান্তর করা হবে।