ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের কুচনী-বুড্ডাগ্রামের উদ্যোগে এ বাইচ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বুড্ডা তিতাস নদীরঘাট এলাকায় ক্ষমতাপুর উত্তরপ্রান্ত থেকে বুড্ডা সোনালী ব্রিকস পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: জব্বার প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, বুল্লা থেকে দুটি, একতারপুর থেকে দুটি, ক্ষমতাপুর থেকে একটি ও বুড্ডা থেকে একটি সহ মোট ছয়টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
এতে প্রথম স্থান অর্জন করেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব, দ্বিতীয় স্থান অর্জন করে নোঁয়াগাও ইউনিয়নের বুড্ডার শেখ বয়েজ ক্লাব ও তৃতীয় স্থান অর্জন করেন একতারপুরের মুজিবুর রহমান ভুঁইয়ার নৌকা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।