ডাকসু ভিপি সাদিক কায়েম

আল্লামা সাঈদীর কফিন ছুয়ে শপথ করেছি, অন্যায়কারীদের শেষ দেখে ছাড়ব

‘যারা জুলাইযোদ্ধা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা প্রয়োজন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। যদি সরকার তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এটি সেই সরকারের চরম ব্যর্থতা।’

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Kishoreganj
ক্বিরাত সম্মেলনে ডাকসু ভিপি সাদিক কায়েম
ক্বিরাত সম্মেলনে ডাকসু ভিপি সাদিক কায়েম |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আল্লামা সাঈদীর কফিন ছুয়ে আমরা শপথ করেছি। যারা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছিল, আমরা তাদের শেষ দেখে ছাড়ব।’

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া জিয়া মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও যুব-ছাত্র, নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে এই কথা বলেন তিনি।

ভিপি সাদিক কায়েম বলেন, ‘যারা জুলাইযোদ্ধা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা প্রয়োজন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। যদি সরকার তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এটি সেই সরকারের চরম ব্যর্থতা। সরকারের মৌলিক দায়িত্ব হলো জনগণের জান-মাল রক্ষা করা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ও অন্য নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন সোয়াইব। এরপর সম্মেলনে ক্বিরাত পাঠ করেন বিভিন্ন দেশের মুসলিম ক্বারীরা। যেমন- শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), ক্বারী আহমাদ আল-জাওহারী (মিসর), ক্বারী মাহদি গুলাম নেযাদ (ইরান), ক্বারী নাযির আসগর (ফিলিপাইন) ও ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী (পাকিস্তান)।

অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, গীতিকার ও সুরকার আবুল আলা মাসুম, শিল্পী মোমেন মুন্সী।

ক্বিরাত সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ ও যুব-ছাত্ররা অংশগ্রহণ করেন।