আড়াইহাজারে মস্তকবিহীন লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে; পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানোর এবং পরিচয় শনাক্তের ব্যবস্থা করছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজারে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ
আড়াইহাজারে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে সাকিনস্থ চকের মধ্যে লাশ দেখে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ চকের মধ্যে ফেলে রেখেছে। তবে কিভাবে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি লাশের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Topics