রামুতে দুর্বৃত্তদের গুলিতে চোরাকারবারি নিহত

ভাত খাওয়ার সময় শফিউলকে ডেকে ঘরের বাইরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

রামু (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Ramu
নিহত শফিউল আলম প্রকাশ লেদা পুতু
নিহত শফিউল আলম প্রকাশ লেদা পুতু |নয়া দিগন্ত

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম প্রকাশ লেদা পুতু নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিউলের দু’টি নাবালক সন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, ভাত খাওয়ার সময় শফিউল আলমকে ডেকে ঘরের বাইরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিউল দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, রাতে মাঝিরকাটা বেলতলী এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতির আগেই দুর্বৃত্তরা শফিউল আলমকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।