গফরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

শহীদ লেফটেন্যান্ট আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
গফরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলায় রসুলপুর ইউনিয়নে শহীদ লেফটেন্যান্ট আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় হলরুমে এ বির্তক অনুষ্ঠিত হয়।

শহীদ লেফটেন্যান্ট আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভোগান্তির শিকার উন্নয়নশীল রাষ্ট্র।’

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দু’টি গ্রুপে বির্তকের পক্ষে ও বিপক্ষে অংশ নেন। বির্তক প্রতিযোগিতায় বিচারকমন্ডলী দায়িত্বে ছিলেন বিদ্যালয়ে শিক্ষকরা।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী ও বিজিত পক্ষকে পুরস্কার প্রদান করেন।