পটুয়াখালীর গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি এক দম্পতিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো: আলী হোসেন (৭০) ও তার স্ত্রী বানু বেগম (৬০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে তাদের ঘর থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার বাটখারা ও নগদ তিন লাখ ৩৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



