ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দফা দাবি বাস্তবায়নে জামায়াতের বিক্ষোভ মিছিল

একটি দলকে বিশেষ সুবিধা দিতে একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছেন যা জনগণ মেনে নিবে না।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
৫ দফা দাবি বাস্তবায়নে জামায়াতের বিক্ষোভ মিছিল
৫ দফা দাবি বাস্তবায়নে জামায়াতের বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান ও জুলাই সনদসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা শহরের আশিক প্লাজা সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেন, সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সমাজসেবা সম্পাদক আবুল বাশার এবং প্রচার ও মিডিয়া সম্পাদক রোকনউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন জনগণের ন্যায্য দাবি। ড. ইউনূস তিনটি বিষয়কে সামনে রেখে ক্ষমতা নিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটি দলকে বিশেষ সুবিধা দিতে একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছেন যা জনগণ মেনে নিবে না। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে দেশের জনগণকে ‘হ্যাঁ অথবা না’-এর মাধ্যমে মতামত জানানোর সুযোগ দিতে হবে। এ দাবি মেনে না নিলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে জনগণ।

এ সময় বিভিন্ন ইউনিট জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।