লালপুরে প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা, আটক ১

আটক তাওহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহের মালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যার ঘটনায় আটক একজন
প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যার ঘটনায় আটক একজন |নয়া দিগন্ত গ্রাফিক্স

নাটোরের লালপুরে প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যার অভিযোগে তাওহিদুল ইসলাম (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটক তাওহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহের মালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

এরও আগে, গত বুধবার (৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল উচ্চ বিদ্যালয়ের পাশে সাইদুর রহমান নামে এক প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা করা হয়। সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মরহুম আলতাফ হোসেনের ছেলে।

আমজাদ হোসাইন বলেন, ‘এ হত্যার ঘটনায় তৌহিদুল নামে সন্দেহভাজন একজন আটক করা হয়েছে।’

১৬৪ ধারায় তার জবানবন্দি নেয়ার পর হত্যার আসল মোটিভ জানা যাবে বলেও তিনি মন্তব্য করেন।