নারায়ণগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস দুর্নীতি মুক্ত, নৈরাজ্য মুক্ত, আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য লড়াই করছে জামায়াত।’
শুক্রবার (২০ জুন) সকালে রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজ অডিটরিয়ামে রূপগঞ্জ উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আমি কর্মী ভাইদের সম্মুখে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর, এই দেশে সম্পদের কোনো অভাব নাই; দুর্নীতি মুক্ত নেতৃত্বের অভাব। কাজেই ন্যায় নীতি ও ইনসাফকে ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘আল্লাহর রহমতে জনগণের ভোটে জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে মহিলারা সব থেকে ভালো থাকবে। মহিলারা মায়ের জাতি, মায়ের জাতির মর্যাদা সবার ওপরে।’
রফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মহিলাদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা থাকবে। মহিলারা আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য আলাদা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে।’
তিনি বলেন, ‘গত চার জলীয় জোট সরকারে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন। একজন আমাদের আমির অন্যজন সেক্রেটারি জেনারেল। তাহাদের শহীদ করা হয়েছে। মইনুদ্দিন, ফখরুদ্দিনের দুই বছর আর হাসিনার ১৬ বছর প্রায় ১৮ বছর। মাইক্রোস্কোপ দিয়ে এই দুই মন্ত্রীর তিনটা মন্ত্রণালয়ের দুর্নীতি খোঁজা হয়েছে। কিন্তু এক টাকার দুর্নীতি তারা খুঁজে পায়নি। এতে প্রমাণিত হয় জামায়াতে ইসলাম দুর্নীতি করে না। ৫ আগস্টের পর জামায়াত কোনো চাঁদাবাজি, টেন্ডার বাজি, দখলবাজি করে নাই। ক্ষমতায় আসলেও জামায়াত চাঁদাবাজি করবে না।’
জামায়াতের এই নেতা আরো বলেন, ‘আমাদের দলে কোনো দুর্নীতিবাজ, দুর্নীতিবাজের স্থান নেই। এই ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো দল দিতে পারবে না। কোনো দল বলতে পারবে না আমরা ক্ষমতায় যাব। আমাদের দলে কোনো চাঁদাবাজ দখলবাজ নেই। এই ঘোষণা আর কেউ দিতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ঘোষণা দিতে পারে, ইনশাআল্লাহ।’
অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সঞ্চালনায় জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মোহাম্মদ আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো: হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সোনারগাও আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহ সেক্রেটারি মো: আবু সাইদ মুন্না।