রংপুরের ৬টি আসনে উৎসাহের মধ্যে দিয়ে মনোনয়ন ফরম জমা হয়েছে। রংপুর-৩ এ জিএম কাদের, ২ এ জামায়াতের এ টি এম আজহারুল ইসলাম এবং ৪ এ এনসিপির আখতার হোসেন মনোনয়ন জমা দিয়েছেন। একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী ছাড়াও রংপুর-৩ আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছেন।
মোট ৬১ জন মনোনয়ন ফরম তুললেও সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার দফতর কতজন জমা দিয়েছেন তা জানাতে পারেন নি।
রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা গেছে, রংপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজি, জাতীয় পার্টির মঞ্জু আলী, এনসিপির আল মামুন, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদ হানিফ খান সজিব, বাংলাদেশ খেলাফত মজলিস হাফেজ মোহাম্মদ মমিনুর, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আনাস।
রংপুর-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল, ইসলাম আন্দোলন বাংলাদেশ আশরাফ আলী।
এদিকে রংপুর-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, বিএনপির বিদ্রোহী প্রার্থী রিটা রহমান, জামায়াতের মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নুর আলম সিদ্দিক, খেলাফত মজলিসের আনোয়ারুল ইসলাম রাজু।
রংপুর-৪ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাছের শাহ্ মো: মাহবুবার রহমান, ইসলাম আন্দোলনের গোলজার গোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা আবু সাহমা, স্বতন্ত্র হিসেবে জয়নাল আবেদিন।
রংপুর-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী, জাতীয় পার্টির এস এম ফখরুজ্জমান জাহাঙ্গীর, বিএনপির গোলাম রব্বানী, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মুফতি আনোয়ার হোসাইন কাসেমী।
অন্যদিকে রংপুর-৬ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বিএনপির সাইফুল ইসলাম, জামায়াতের নুরুল আমিন, জাতীয় পার্টির নুর আলম যাদু মিয়া, ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মাহবুবুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের ডিসি মোহাম্মদ এনামুল আহসান সন্ধা ৭টার দিকে জানিয়েছেন, ৬টি আসনে মোট ৬১ জন মনোনয়ন ফরম তুলেছেন। এরমধ্যে রংপুর-১ আসনে ১০ জন, ২ আসনে ৮ জন, ৩ আসনে ১১ জন, ৪ আসনে ১১ জন, ৫ আসনে ১১ জন এবং ৬ আসনে ৯ জন।
তবে কতজন জমা দিয়েছেন তা তিনি জানাতে পারেন নি। কারণ হিসেবে একই ব্যক্তি অনেকেই দুই জায়গায় ফরম জমা দিয়েছেন। সবগুলো আসন থেকে তথ্য আসার পর মোট জমা হওয়া মনোনয়ন সংখ্যার বিষয়ে তথ্য পাওয়ার কথা জানান তিনি।
দিনভর ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রার্থীরা শোডাউন আনলেও কেউ স্লোগান দেননি। আচরণবিধি মেনে তারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফরম জমা দিয়েছেন।



