‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেটে অদম্য নারী সম্মাননা প্রদান করা
হয়।
দিবসটি উপলক্ষে অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী কলসুমা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল চিরশ্রী পৈত্য, সফল জননী মোছাম্মৎ গুলরাজ বেগম, নিযার্তনের দুঃস্বপ্ন মুছে সফল হওয়া পারভীন আক্তার ও সমাজে উন্নয়নে অসামান্য অবদান রাখা রিফাত আরা রিফাকে অদম্য নারী সম্মাননা ও স্মারক প্রদান করা হয়।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।
এদিকে, দিবসটি উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘নারীদের মানুষ হিসেবে যথাযথ মর্যাদা দিলে নারী সংক্রান্ত অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমান বাস্তবতায় নারীদের আলাদা চোখে দেখার সুযোগ নেই। নারী-পুরুষের সামাজিক দৃষ্টিভঙ্গি হতে হবে সমান অধিকারের।’
নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘সামাজিক বৈষম্যমুক্ত হওয়ার জন্য নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। অর্থনৈতিক মুক্তি নারীর প্রতি সহিংসতাও অনেকাংশে কমিয়ে আনতে পারে। নারী যখন নিজে উপার্জন করবে তখন পরিবারের পুরুষ সদস্যের মুখাপেক্ষী থাকতে হবে না। পরিবারের চাপিয়ে দেয়া অনৈতিক সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে না।’
নারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনলাইন প্লাটফর্মগুলো নারীদের হয়রানি করার অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও ব্যক্তিগত তথ্য প্রচার সাবধানতা অবলম্বন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সাথে বন্ধুত্বের বিষয়ে আরো সচেতন হতে হবে।’
তিনি আরো বলেন, ‘সমাজ পরিবর্তনের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। যৌথ প্রয়াস ছাড়া একটি ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। নারী-পুরুষ আমাদের সকলের পক্ষ হবে একটি। একতাবদ্ধ হয়েই আমাদের একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।’
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শাহিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সিলেট অঞ্চলের ফিল্ড অফিসার নুসরাত জহির বিশেষ অতিথির বক্তব্য দেন। এসময় সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



