নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঈদের ছুটিতে ভালুকার ধলিয়া গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায় ওয়ালিদ। পরে দুপুরে পরিবারের লোকজনের অগচোরে বাড়ির পাশে পুকুরে গিয়ে ডুবে মারা যায় সে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু |সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়ন ধলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা টানপাড়া গ্রামের মরহুম ওয়াহিদুজ্জামানের ছেলে। সে ত্রিশালের স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ভালুকার ধলিয়া গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায় ওয়ালিদ। পরে দুপুরে পরিবারের লোকজনের অগচোরে বাড়ির পাশে পুকুরে গিয়ে ডুবে মারা যায় সে।

মৃতের চাচা আবু বক্কর সিদ্দিক ওরফে নোমান মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Topics