ব্রাকসু নির্বাচনে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন

কমিটি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সকল স্টেকহোল্ডারের সাথে কথা বলে নির্বাচনের আচরণবিধি প্রস্তুত করবেন।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। |নয়া দিগন্ত

রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ-ব্রাকসু নির্বাচনে ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে সিন্ডিকেট। আচরণবিধি তৈরির পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর (ভিসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ১১৬তম সিন্ডিকেট সভা শেষে এ তথ্য জানান ভিসি ড. এম শওকাত আলী।

তিনি জানান, নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক মো: ফেরদৌস রহমানকে। সহকারী নির্বাচন কমিশনার করা হয়েছে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো: মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো: হাসান আলীকে।

ভিসি জানান, এ কমিটি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সকল স্টেকহোল্ডারের সাথে কথা বলে নির্বাচনের আচরণবিধি প্রস্তুত করবেন। সে আচরণবিধি সিন্ডিকেট সভায় পাশ করার পর নির্বাচনের তারিখসহ রোডম্যাপ ঘোষণা করা হবে। একটি স্বচ্ছ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সেটি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ছাত্র সংসদ পেতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ২৪ এর জুলাই বিপ্লবের পর ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন ও আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের অনুমোদন দেন। এরপর বিধিমালায় আরো কিছু বিধি ও আইন সংযোজন এবং বিয়োজনের দাবি জানানো হয়। এ নিয়ে মঙ্গলবার দুপুরে সর্বস্তরের শিক্ষার্থীরা অবস্থান ও প্রেস কনফারেন্স করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানায়।