মান্দায় হাল চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে যুবকের মৃত্যু

ট্রাক্টর এর কাছে গিয়ে দেখি ফালের নিচে ক্ষত-বিক্ষত হয়ে রায়হানের লাশ আটকা পড়ে আছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Naogaon
নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় হাল চাষ করার সময় ট্রাক্টরের ফালের নিচে চাপা পড়ে রায়হান হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কুসুম্বা ইউপির বিলকরিল্যা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান কুসুম্বা ইউপির বারইপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় কৃষক মাইনুর রহমান জানান, ‘সকাল থেকে রায়হান আমার জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। আমি ও আমার স্ত্রী পাশের জমিতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পিছনে ফিরে দেখি গাড়ির ড্রাইভার নেই। রায়হানের ছোট ভাই কাছাকাছি জমির আইলে ছিল, সেও কিছু বলতে পারছিল না। পরে ট্রাক্টর এর কাছে গিয়ে দেখি ফালের নিচে ক্ষত-বিক্ষত হয়ে রায়হানের লাশ আটকা পড়ে আছে। ঘটনাটি খুবই দুঃখজনক।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।