‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের ধারাবাহিক অভিযানে জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আলীসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- শালঘরিয়া গ্রামের আশরাফ আলী (৫৩), ধরমপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৩), রৈপাড়া এলাকার বাবর আলী (৫৭), হাটকানপাড়া বাজুখলসী গ্রামের কাওসার আলী (৩৮), পালাশবাড়ী এলাকার আতাউর রহমান (৪৯), পারিলা গ্রামের মোয়াজ্জেম আলী (৪৩) ও খিদ্রলক্ষ্মীপুর গ্রামের কাওসার আলী (৩৫)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের এ বিশেষ অভিযান চলমান রয়েছে।’



