মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে মো: আলিফ সরদার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে পৌরসভার যাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
আলিফ যাদুয়ারচর ৪ নম্বর ওয়ার্ডের মো: বিপ্লব সরদারের ছেলে এবং স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।
সূত্রে জানা গেছে, স্কুল ছুটি শেষে বন্ধুদের সাথে বড়শি নিয়ে নদীতে মাছ ধরতে যায় আলিফ। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় বন্ধুরা তাকে উদ্ধার করতে না পেরে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয় যুবকেরা নদী থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এম এ আজাদ বলেন, ‘শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম জানান, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়নি। পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজ বাড়িতে লাশ নিয়ে গেছে।’