জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী, পরিকল্পনাকারী ও কুশীলবদের গ্রেফতারের দাবিতে রংপুরে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা খুনিদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টা থেকে নগরীর ডিসির মোড়ে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন।
রংপুরের ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, তুমি কে আমি কে, হাদি হাদিসহ নানা ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, ১৬ দিনেও অন্তর্বর্তী সরকার হত্যাকারীদের বিচারের আওতায় আনতে পারেনি। এ বিষয়ে সুস্পষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা মাঠে থাকবে বলে তারা জানান।
তারা সরকারকে সতর্ক করে বলেন, প্রয়োজনে সারা বাংলাদেশ থেকে গিয়ে ছাত্র-জনতা যমুনা ঘেরাও করবে।



